এই প্রচণ্ড গরমে বেশির ভাগ মানুষের ত্বক তৈলাক্ত হয়ে যায়। আর আপনি যদি এ তৈলাক্ত ভাব দূর করতে চান তাহলে একটি পথ বেছে নিতে হবে, আর সেই মূল্যবান পথটির
সন্ধান আমি আপনাদের এখন দিব। তাহলে জেনে নেয়া যাক যে মূল্যবান পথটি কি -
এই তৈলাক্ত ভাব দূর করার জন্য মুলতানি মাটি ও লেবুর রস এক সঙ্গে ভাল ভাবে মিশিয়ে মুখে লাগান তারপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন । এভাবে প্রতিদিন একবার করে নিয়মিত ১ মাস ব্যবহার করলে মুখের তৈলাক্ত ভাব কমে যাবে।
বিউটিশিয়ান : নাজনিন সুলতানা (সুইটি)।