Friday, August 10, 2012

কালচে দাগ থেকে মুক্তি

বন্ধুরা আমি এখন আপনাদের চমকার একটি টিপস উপহার দিব। আর এই সমস্যাটিতে প্রায়ই অনেকে ভোগে থাকেন। তাই আপনাদের এই সমস্যা দূর করার জন্য আমার এই টপিস।
প্রায়ই দেখা যে অনেকের মুখে ব্রন হয় । পরবর্তিতে বিভিন্ন চিকিসা করে ভাল হলেও দেখা যায় মুখে এক ধরনের কালচে দাগ থেকে যায়। আর এই দাগ দূর করার জন্যই
আমার এই টিপস - 
ব্রনের এই দাগ দূর করার জন্য ১টা শিমুলকাঁটা১ চিমটি কর্পূর আর ১ চামচ চন্দন বাটা এক সাথে ভাল ভাবে মিশিয়ে প্রতিদিন একবার করে দাগের উপর লাগিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট । ৩০ মিনিট পর ভাল ভাবে ধুয়ে ফেলুনএভাবে প্রতিদিন লাগালে খুব তাড়াতাড়ি ব্রনের কালচে দাগ থেকে মুক্তি পাওয়া যাবে

বিউটিশিয়ান : নাজনিন সুলতানা (সুইটি)।