বেবি সোপ বা শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ কম থাকে। এরপর ঐ পানিতে পা ডুবিয়ে রাখুন কমপক্ষে ২০ মিনিট। তারপর নরম ব্রাশ দিয়ে পায়ের গোড়ালি পরিষ্কার করুন। তারপর যেকোন স্ক্রাব এর সাথে কমলার রস মিশিয়ে পায়ে লাগিয়ে ১৫-২০মিনিট পর পা ধুয়ে নিন। এভাবে এক দিন পর পর করতে থাকুন কমপক্ষে একমাস। এছাড়াও শীতের দিনে রাতে শোয়ার আগে পরিষ্কার করা পায়ে ভেসলিন লাগিয়ে পাতলা মোজা ব্যবহার করলেও পায়ের গোড়ালি ফাটা রোধ হয়। এছাড়াও রসুনের রসের সাথে স্ক্রাব বা কমলার রস মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলা যেতে পারে যা আপনার পায়ের পেডিকিউর এর কাজ করবে।
Sunday, October 28, 2012
পায়ের গোড়ালি ফাটা থেকে রক্ষা পেতে ঘরে পেডিকিউর করুন
বেবি সোপ বা শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ কম থাকে। এরপর ঐ পানিতে পা ডুবিয়ে রাখুন কমপক্ষে ২০ মিনিট। তারপর নরম ব্রাশ দিয়ে পায়ের গোড়ালি পরিষ্কার করুন। তারপর যেকোন স্ক্রাব এর সাথে কমলার রস মিশিয়ে পায়ে লাগিয়ে ১৫-২০মিনিট পর পা ধুয়ে নিন। এভাবে এক দিন পর পর করতে থাকুন কমপক্ষে একমাস। এছাড়াও শীতের দিনে রাতে শোয়ার আগে পরিষ্কার করা পায়ে ভেসলিন লাগিয়ে পাতলা মোজা ব্যবহার করলেও পায়ের গোড়ালি ফাটা রোধ হয়। এছাড়াও রসুনের রসের সাথে স্ক্রাব বা কমলার রস মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলা যেতে পারে যা আপনার পায়ের পেডিকিউর এর কাজ করবে।


