Sunday, October 28, 2012

টানটান ত্বকের চিরতরুণ মুখ চাইলে মুখের ব্যায়াম করুন

টানটান ত্বকের চিরতরুণ মুখ কে না চায়?  কিন্তু বয়স হলে মুখে বলিরেখা পড়বেই, কোঁচকানো ত্বক জানান দেবে বয়সের উপস্থিতিইদানীং জীবনযাপনের চাপে কম বয়সেও অনেকের মুখে ভাঁজ দেখা যায়, চেহারাটা দেখায় বুড়োটে অনেকেই এ জন্য প্রসাধন সামগ্রী, এমনকি ক্ষেত্র বিশেষে প্লাস্টিক সার্জারিরও আশ্রয় নেনকিন্তু অর্থ ব্যয় না করেই মুখের অনাকাঙ্ক্ষিত এসব ভাঁজ পড়া
ঠেকানো যায় সহজ এবং কার্যকরী কয়েকটা মুখের ব্যায়ামের মাধ্যমে
নিচে কয়েকটা মুখের ব্যায়ামের টিপস দেওয়া হলো:
১. চোখের ব্যায়াম: ধীরে ধীরে ডান চোখ বন্ধ করুন এবং খুলুনএভাবে ৫ বার করুনএবার বাম চোখও একইভাবে খুলুন এবং বন্ধ করুনতারপর বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী ছবির মতো করে হালকা চাপ দিয়ে ধরে একসাথে দুচোখ বন্ধ করুন ও খুলুনচোখ খোলার সময় ভুরু যতটা সম্ভব উপরে তুলে চোখ যতদূর সম্ভব প্রসারিত করুন
২. গালের ব্যায়াম: ঠোঁট বন্ধ রেখে কোন কিছু শুষে নেওয়ার মত ভঙ্গি করুন যাতে গাল মুখের ভেতরের দিকে সংকুচিত হয়এভাবে করুন কয়েকবারমুখ ফুলিয়ে বেলুনের মতো করুন১ থেকে ৮ গুনুনধীরে ধীরে বাতাস ছেড়ে দিন
৩. ঠোঁটের ব্যায়াম : মুখ বন্ধ অবস্থায় হাসুনচেষ্টা করবেন হাসিটা যতদূর সম্ভব প্রসারিত করতে ১ থেকে ৮ গুনুনএবার মুখ স্বাভাবিক করুনএভাবে ব্যায়ামটি করুন ৫ বার মুখ বন্ধ রেখে চুমুর মত ভঙ্গি করুনএই ভঙ্গিতে ঠোঁট যতদূর সম্ভব বামে নিন এভাবে ৫ বার করুনএবার ডান দিকেও একইভাবে ব্যায়ামটি করুন
৪. কপালের ব্যায়াম : ভুরুর ঠিক উপরে আঙ্গুল রাখুনভুরু তুলুন উপরের দিকে এবং আঙ্গুল দিয়ে কপালের চামড়া নীচের দিকে টানুনএভাবে ব্যায়ামটি করুন দশবারদুহাত দিয়ে কপালের নিচের চামড়া উপরের দিকে টানুন১ থেকে ৮ গুনুনএভাবে ৫ বার করুনএবার মাঝ থেকে পাশের দিকে টানুননিয়মিত অনুশীলনে মুখের চামড়া হবে দৃঢ় এবং মসৃণফলে সহজে ভাঁজ পড়বে নামুখ থাকবে তারুণ্যদীপ্ততবে, দুএকদিন ব্যায়াম করেই রাতারাতি ফল আশা করাটা ভুল হবেযে কোন ধরনের ব্যায়ামের মত মুখের ব্যায়ামও নিয়মিত করতে হয়

সূত্র : আমার হেলথ, ২৫ অক্টোবর১২